আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাসে বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় চার লাখ ২৩ হাজার মানুষ আক্রান্ত হয়েছেন। এসময়ে মারা গেছেন ১২ হাজার ৩৫৬ জন।
আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটার থেকে এই তথ্য উঠে এসেছে।
সংস্থাটির তথ্যানুযায়ী, বিশ্বজুড়ে করোনায় মোট মৃতের সংখ্যা ২৩ লাখ ৯৪ হাজার ১২৫ জন। আক্রান্ত হয়েছেন ১০ কোটি ৮৭ লাখ ৩০ হাজার ৫৬৯ জন। তবে স্বস্তির খবর হচ্ছে, এরই মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৮ কোটি ৭ লাখ ৪২ হাজার ৭২২ জন।
বিশ্বে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে করোনায় সংক্রমিত হয়েছেন ২ কোটি ৮১ লাখ ৬ হাজার ৭০৪ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ৪ লাখ ৯২ হাজার ৫২১ জন।
ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় ভারতের অবস্থান দ্বিতীয়। ভারতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৮ লাখ ৯২ হাজার ৫৫০ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ১ লাখ ৫৫ হাজার ৫৮৮ জন।
ব্রাজিল আছে তৃতীয় অবস্থানে। ব্রাজিলে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৯৭ লাখ ৬৫ হাজার ৬৯৪ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ২ লাখ ৩৭ হাজার ৬০১ জন।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে প্রাণঘাতী এ ভাইরাস। এই ভাইরাসটিতে এ পর্যন্ত বিশ্বের ২২০টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে।