সদ্যপ্রাপ্ত

বিশ্রামে বুবলী

বিনোদন রিপোর্টার : গত বছর কোরবানির ঈদে চিত্রনায়িকা শবনম বুবলী অভিনীত ‘মনের মতো মানুষ পাইলাম না’ ছবিটি মুক্তি পায়। এটি মুক্তির পর কিছুটা সময় ডুব দিয়েছিলেন এ নায়িকা। ছিলেন না সামাজিক যোগাযোগ মাধ্যম ও মুঠোফোনের সংযোগে। তবে কিছুদিন পর ফিরেই ‘বীর’ ও ‘ক্যাসিনো’ নামের দু’টি সিনেমা নিয়ে ব্যস্ত হয়ে পড়েন তিনি। এরমধ্যে ‘বীর’ সিনেমাটি সম্প্রতি সেন্সর ছাড়পত্র পেয়েছে। এ ছবিতে ঢালিউডের শীর্ষ তারকা শাকিব খানের বিপরীতে দর্শকরা তাকে দেখতে পাবেন। বুবলী বলেন, এ ছবিটি নিয়ে আলাদা করে বলতে চাই। ‘বীর’ ছবিটি আমার ক্যারিয়ারের অন্যতম এক সিনেমা হতে যাচ্ছে।

এ ছবিতে অন্য এক বুবলীকে দর্শকরা দেখতে পাবেন। সিনেমায় আমার গেটআপ ও লুকে পরিবর্তন রয়েছে। কিছু জায়গায় মেকআপ ছাড়া কাজ করেছি। একজন রাজনৈতিক ব্যক্তির আশ্রয়ে থাকা স্ট্রাগলিং মেয়ের চরিত্রে কাজ করেছি। ছবিটি চলতে মাসেই মুক্তি পাবে। আমি এটি নিয়ে বেশ আশাবাদী। এদিকে শুটিংয়ের পর অনেকদিন নতুন কাজে দেখা যাচ্ছে না বুবলীকে। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি ‘ক্যাসিনো’ নামে আরেকটি ছবির কাজ এরইমধ্যে শেষ করেছি। পরিচালনা করেছেন সৈকত নাসির। ছবিতে আমার বিপরীতে অভিনয় করেছেন নিরব। বর্তমানে বিশ্রামে আছি, আমি একটু ঘরকুনো স্বভাবের। ছবি মুক্তির পর দর্শকদের রেসপন্স দেখার পর আবার কাজ শুরু করবো। নতুন কাজ করা নিয়ে তাড়াহুড়ো নেই আমার।

Check Also

শাকিবকে ঘিরে গুঞ্জন: মুখ খুললেন বুবলী

বিনোদন ডেস্ক : ঢাকাই ছবির নাম্বার ওয়ান নায়ক শাকিব খানকে জড়িয়ে চিত্রনায়িকা শবনম বুবলীকে নিয়ে …

বুবলী-নিরব ‘ক্যাসিনো’তে

স্টাফ রিপোর্টার: শবনম বুবলী ১০টি ছবিতে ঢালিউডের শীর্ষ তারকা শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন। তবে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *