বিড়াল নিয়ে মজার তথ্য
- বিড়াল গোঁফ দিয়ে গর্ত মেপে ঠিক করে সেখানে মাথা প্রবেশ করাবে কিনা।
- প্রতিটি মানুষের আঙুলের ছাপ যেমন আলাদা তেমনি বিড়ালের গোঁফও আলাদা।
- বিড়ালের জিভে সেন্সর কম (৪৭৩টি) থাকায় স্বাদ বোঝার জন্য তারা নাক দিয়ে গন্ধ নেয়।
- বিড়ালের আদুরে গরগর আওয়াজ মানুষের রক্তচাপ কমায়।
- কোনো কিছু পরিষ্কার দেখার জন্য মানুষের যতটা আলোর প্রয়োজন, তার ছয় ভাগের একভাগ আলোতেই সেই বস্তুটি পরিষ্কার দেখতে পারে বিড়াল।
- পৃথিবীর সব প্রাণীর মধ্যে শরীরের অনুপাতে বিড়ালের চোখই সবচেয়ে বড়।
- সব বিড়ালের ‘মিঁউ, মিঁউ’ ডাক একরকম নয়। দেশভেদে এটি আলাদা। যেমন- ডেনমার্কের ‘মিয়াভ’, নেদারল্যান্ডসের ‘মিয়াউ’, ইংল্যান্ডের ‘মিয়ো’, ফ্রান্সের ‘মিয়াও’, গ্রিসের ‘নাইউ’ এবং জাপানের বিড়ালের ডাক নাকি ‘ন্যায়ান, ন্যায়ান’-এর মতো শোনায়।