সদ্যপ্রাপ্ত

ভারত থেকে দেশে এলো ২০০ টন অক্সিজেন

স্টাফ রিপোর্টার : ভারত থেকে বাংলাদেশে ২০০ টন তরল অক্সিজেন আমদানি করা হয়েছে। ভারতের ঝাড়খন্ড প্রদেশের জামশেদপুর থেকে ইন্দো বাংলা অক্সিজেন এক্সপ্রেস নামের ট্রেনটি সীমান্তের বেনাপোল বন্দর হয়ে আজ সকাল পৌনে ১১ টার দিকে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেল স্টেশনে পৌঁছেছে। লিনডা বাংলাদেশ নামের একটি প্রতিষ্ঠান এই অক্সিজেন আমদানির কাজটি করেছে।

ট্রেনটির আগমন উদ্দেশ্যে স্টেশনে আগে থেকেই

জেলা প্রশাসক ড. ফারুক আহম্মদ, সিভিল সার্জন ডা. রামাপদ রায়, লিনডা বাংলাদেশের কর্মকর্তা সুফিয়া আক্তার, বঙ্গবন্ধু পশ্চিম থানা পুলিশ, রেলওয়ে পুলিশ, ফায়ার সার্ভিসের সদস্যসহ প্রমুখ উপস্থিত ছিলেন। এরপর ১০টি কন্টেইনার যোগে আসা এই অক্সিজেন খালাস কার্যক্রম শুরু হয়। জানা গেছে, এই তরল অক্সিজেন করোনায় আক্রান্ত মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচাতে দেশের কোভিড ডেডিকেটেড হাসপাতালগুলোতে প্রেরণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *