স্টাফ রিপোর্টার : রাজধানীর ধোলাইপাড়ে নির্মাণাধীন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণ চলবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি আরও বলেছেন, ভাস্কর্য নির্মাণ হচ্ছে, হবেই। মঙ্গলবার সচিবালয়ে ফ্রান্স রাষ্ট্রদূতের সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন মন্ত্রী।
হাছান মাহমুদ বলেন, এরইমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভাস্কর্য বিরোধীদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। যারা প্রতিদিন সরকারকে টেনে ক্ষমতা থেকে নামানোর হুমকি দেয়, তাদের নয়াপল্টন কার্যালয়ে, প্রেস ক্লাবে তাদের সাথে বৈঠকে বসেছে সরকার। তাই যারা ভাস্কর্য নিয়ে বিরূপ মন্তব্য করছেন, তাদের সঙ্গেও সরকার বৈঠকে বস্তে পারে। কিন্তু এই দেশের সংস্কৃতি, কৃষ্টি এবং ঐতিহ্যের সঙ্গে ভাস্কর্য মিশে একাকার হয়ে আছে, এটি না মানার কোনো সুযোগ নেই।
মন্ত্রী আরও বলেন, পৃথিবীর বিভিন্ন দেশে ভাস্কর্য আছে। সৌদি আরব থেকে শুরু করে পাকিস্তান, ইরানেও ভাস্কর্য রয়েছে। সুতরাং, ভাস্কর্য সংস্কৃতি যুগ যুগ ধরে সারা বিশ্বেই লালিত হয়ে আসছে। তাই বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ চলবেই।