অনলাইন ডেস্ক: কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে বেলুনের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে। এতে ঘটনাস্থলেই নিহত হয়েছেন ৩ জন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১০ জন।
শুক্রবার (২২ জানুয়ারি) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। তবে এখনো হতাহতদের পরিচয় জানা যায়নি।
মাতারবাড়ী ইউপি চেয়ারম্যান মাস্টার রুহুল আমিন গণমাধ্যমে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, নিহত ও আহতের নাম-ঠিকানা পাওয়া যায়নি। ঘটনার পর পরই সবাইকে চমেক হাসপাতালে নেয়া হয়েছে।
তিনি এও জানান, এই ঘটনায় নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হয়েছে।