মানিকগঞ্জ প্রতিনিধি: ‘ঘুরে দাঁড়াবো আবার-সবার জন্য মানবাধিকার’ মূল প্রতিপাদ্যে এবারের বিশ্ব মানবাধিকার দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) বিকেলে গ্রামীন-ভিউ বাংলাদেশ মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলা শাখার আরিচাস্থ্য কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা শেষে বর্ণাঢ্য র্যালীতে জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ অংশ নেন।
সংগঠন সভাপতি হারুনার রশিদের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক আব্দুল মালেক মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় শিবালয় মডেল ইউপি চেয়ারম্যান আলাল উদ্দিন আলাল, প্রেসক্লাব সাধারন সম্পাদক শহিদুল ইসলাম, শিবালয় উপজেলা শ্রমিকলীগ সম্পাদক গোলাম মোস্তফা, মানবাধিকার কর্মী ডাঃ মোতাহার হোসেন বাচ্চু, জাহিদুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
