সদ্যপ্রাপ্ত

মানিকগঞ্জে আবার লকডাউন

মানিকগঞ্জ প্রতিনিধি: করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমনের বতমান পরিস্থিতি বিবেচনায় মন্ত্রিপরিষদ বিভাগের গত ২১ জুন ২০২১ তারিখের নির্দেশনার পরিপ্রেক্ষিতে জেলা করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধ কমিটির সভার সিদ্ধান্ত মোতাবেক, মানিকগঞ্জ জেলার সার্বিক কাযাবলী /চলাচল (জনসাধারণের
চলাচলসহ) ২২জুন ২০২১ সকাল ৬টা থেকে ৩০জুন ২০২১ মধ্যরাত পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং সভাপতি করোনা ভাইরাস প্রতিরোধ জেলা কমিটি’র এর পক্ষ থেকে বিজ্ঞপ্তির মাধ্যেমে এ আদেশ প্রদান করা হয়।

লকডাউনের আওতামুক্ত থাকবে আইনশৃঙ্খলা এবং জরুরি পরিসেবা, যেমন-কৃষি উপকরণ (সার, বীজ, কীটনাশক, কৃষি,যন্ত্রপাতি ইত্যাদি), খাদ্যশস্য ও খাদ্যদ্রব্য পরিবহন, ত্রাণ বিতরণ, স্বাস্থ্য সেবা, কোভিড- ১৯ টিকা প্রদান, বিদ্যুত, পানি, গ্যাস/জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দরসমূহের (নদীবন্দর) কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট (সরকারি-বেসরকারি), গনমাধ্যেম (প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া), বেসরকারি নিরাপত্তা ব্যবস্থা, ডাক সেবাসহ অন্যান্যে জরুরী ও অত্যাবশকীয় পন্য ও সেবার সঙ্গে সংশ্লিষ্ট অফিসসমূহ, তাদেও কর্মকর্তা-কর্মচারী ও যানবাহন এবং পন্যবাহী ট্রাক/লরি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *