স্টাফ রিপোর্টার: জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি’র তুমুল জনপ্রিয় জুটি মামা-ভাগ্নে পর্ব। এই অনুষ্ঠানটির একটা দর্শকপ্রিয় পার্ট।
এতে মামা চরিত্রে অভিনয় করতেন আবদুল কাদের আর ভাগ্নে চরিত্রে আফজাল শরীফ। অনুষ্ঠানটিতে মূলত ভাগ্নের বোকার মতো বুদ্ধি সংশোধন করে দিতেন মামা।
শনিবার (২৬ ডিসেম্বর) সকালে না ফেরার দেশে পাড়ি জমান সেই মামা আবদুল কাদের। এবার তাকে হারিয়ে বাকরুদ্ধ ভাগ্নে আফজাল। তার এই মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না তিনি।
কান্নাজড়িত কণ্ঠে আফজাল শরীফ বলেন, মামার মৃত্যুর খবর সহ্য করার মতো না। ২০টি বছর একসঙ্গে কাজ করেছি। সে আমার অতি আপন একজন। নিয়মিত যোগাযোগ হতো যে অল্প ক’জনের সঙ্গে তাদের একজন ছিলেন অভিনেতা আবদুল কাদের।
আফজাল শরীফ আরো বলেন, ‘লাস্ট পর্ব, ইত্যাদির। আমার সংলাপ ছিলো, আমি না জেনে বুঝে খারাপ করেই যাই। আর তুমি আমারে বাঁচায়া দাও মামা।
আফজাল বলেন, তার সংলাপ ছিলো, ভাইগ্না, আমি বারবার বাঁচাই সত্য, কিন্তু কতদিন এভাবে বাঁচাতে পারবো? দুজনের এই সংলাপগুলো আজ বারবার মনে পড়ছে। তার চলে যাওয়াটা যেন একটু তাড়াতাড়িই হয়ে গেল।
এসময় আফজাল শরীফ সবার কাছে আবদুল কাদেরের জন্য দোয়া কামনা করেন।