আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাস মহামারি সত্ত্বেও মাস্ক ব্যবহার করেননি ৩ জন ব্যক্তি। এতেই তাদের জরিমানা করেছে ইতালির সালেরনো গভর্নর। তাদের কাছ থেকে আদায় করা হয়েছে ১১৫০ ডলার!
শনিবার(২৫ জুলাই) ইতালির দক্ষিণাঞ্চলের একটি শহর সালেরনোর ক্যাম্পেনিয়া এলাকায় ৩ ব্যক্তিকে মাস্ক ছাড়া বাইরে ঘোরার দায়ে ১১৫০ ডলার জরিমানা করা হয়। এর আগে গত শুক্রবার একটি অর্ডিন্যান্স জারি করে ইতালীয় প্রশাসন, যেখানে জনসমাগম আছে এমন স্থানে মাস্ক পরা বাধ্যতামূলক ঘোষণা করা হয়, অন্যথায় ১ হাজার ইউরো পর্যন্ত জরিমানার হুঁশিয়ারিও দেয়া হয়। এরপরও মাস্ক ব্যবহার না করায় ওই ৩ ব্যক্তিকে জরিমানা করা হয়েছে।
ইতালিতে নতুন করে বাড়ছে করোনাভাইরাস প্রকোপ। শনিবার নতুন রোগী শনাক্ত হয়েছেন ২৭৫ জন। এর মধ্যে ক্যাম্পেনিয়াতেই ২১ জন।
ইতালিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৩৫ হাজার ১০২ জন মানুষ মারা গেছেন।