স্পোর্টস ডেস্ক: লিওনেল মেসি। ফুটবলের ম্যাজিক বয়। বার্সেলোনা থেকে বিদায় নিয়েছেন। আর বিদায়ী সংবাদ সম্মেলনে অঝোরে কাঁদলেন মেসি। শুধু নিজেই কাঁদেননি এই ফুটবল জাদুকর, কাঁদিয়েছেন ন্যু-ক্যাম্পের বাইরে ভিড় জমানো বিপুল দর্শক-সমর্থককেও।

বার্সেলোনার সঙ্গে দীর্ঘ ২১ বছর কাটিয়েছেন এই খেলোয়াড়। অবশেষে প্রিয় দলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন মেসি।

বার্সেলোনা ত্যাগ করার সংবাদ সম্মেলনে আবেগ ধরে রাখতে পারেননি মেসি। সংবাদ সম্মেলনে কথা শুরু করার আগেই কেঁদে ফেলেন লিওনেল মেসি। কাঁদতে কাঁদতেই বলেন, কখনো ভাবিনি এভাবে বিদায় নিতে হবে। মনে হয় না কেউ ভেবেছে। মেসি বলেন, চেয়েছিলাম মাঠ ভর্তি দর্শকের অভ্যর্থনার মধ্যে বিদায় নিতে। এরপর আবারও কান্নায় ভেঙে পড়েন ফুটবল সুপারস্টার মেসি।

ফুটবলের ম্যাজিকবয় বলেন, দেড় বছর ধরে মাঠে দর্শকদের দেখতে পাইনি। তাদের না দেখে বিদায় নিতে হচ্ছে। এটা বড় কষ্টের। মেসি বলেন, তবে আমি ফিরবো, এটা আমার ঘর। আমার সন্তানদেরও আমি কথা দিয়েছি- আমি আবারো ফিরে আসবো।