স্টাফ রিপোর্টার: ‘বদি’ খ্যাত অভিনেতা আবদুল কাদের। আজই তিনি পৃথিবীর মঞ্চ ছাড়লেন। ক্যানসারের সাথে লড়াই করে হার মানলেন। দেশের এই জনপ্রিয় অভিনেতার মৃত্যুতে দেশের শোবিজ অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
এই অভিনেতা আরও কিছুদিন বাঁচার ইচ্ছা প্রকাশ করেছিলেন। এছাড়া আরও একটা ইচ্ছা পূরণ করতে চেয়েছিলেন কাদের। যে ইচ্ছেটি তার অপূর্ণই রয়ে গেলো। তারই সহকর্মী, প্রকাশক, অভিনেতা ও সংগঠক হাফিজুর রহমান সুরুজ জানান, আব্দুল কাদের তার আত্মজীবনী নিয়ে একটি বই বের করতে চেয়েছিলেন।
সুরুজ বলেন, উনি এই বইটা বের করতে চেয়েছিলেন। এটা ওনার একটা শেষ ইচ্ছা ছিলো। উনি বলেছিলেন আমার জীবদদ্দশায় তুই বইটা বের করে দে। এই কথা বলার পর আমি একটা লোকও পাঠাতে চেয়েছিলাম তার কাছ থেকে শুনে শুনে তার জীবনীর পান্ডুলিপিটা করার জন্য। কিন্তু সে মানা করেছিল। এরপর সে নিজেই তার আত্মজীবনী লেখা শুরু করেছিল। সর্বশেষ চলতি বছরের আগস্ট মাসের ২০ তারিখ একটা ব্যক্তিগত কাজে আব্দুল কাদেরের সঙ্গে কথা হয় হাফিজুর রহমান সুরুজের। তখন জানান, আত্মজীবনীর বেশ কিছু অংশ লিখে ফেলেছেন। এমনকি বলেছিলেন, এই একুশে বইমেলায় বইটা বের করতে পারবো।