ফার্স্ট নিউজ বিডি ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেটের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের জন্য অধ্যাপকের একটি স্থায়ী পদে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
আগ্রহী প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। আবেদন ফরম অফিস চলাকালে রেজিস্ট্রার দপ্তর থেকে সরাসরি অথবা ১০ টাকা মূল্যের অব্যবহৃত ডাকটিকিটসহ নিজ ঠিকানাসংবলিত খাম পাঠিয়ে সংগ্রহ করা যাবে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকেও আবেদন ফরম ডাউনলোড করা যাবে।
রেজিস্ট্রার, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেটের অনুকূলে যেকোনো তফসিলি ব্যাংকের শাখা থেকে অধ্যাপক পদের জন্য ৭০০ টাকার এমআইসিআর ব্যাংক ড্রাফট অথবা সমমূল্যের পে-অর্ডার করে রসিদের মূল কপি আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।
আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্রসহ ১১ সেট দরখাস্তের (যার মধ্যে তিন সেট ইংরেজিতে) হার্ড কপি আগামী ২ এপ্রিলের মধ্যে রেজিস্ট্রার অফিসে পৌঁছাতে হবে। এ পদে নিয়োগ পেলে বেতন স্কেল হবে ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা।
আবেদনের সঙ্গে যেসব কাগজ জমা দিতে হবে
সব সনদপত্র ও ট্রান্সক্রিপ্ট বা মার্কসিটের ফটোকপি, সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি চার কপি, চাকরিতে নিয়োজিত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র, বিজ্ঞাপনে উল্লেখিত নির্ধারিত মূল্যের এমআইসিআর ব্যাংক ড্রাফট/পে–অর্ডার, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি কিংবা জাতীয় পরিচয়পত্র না থাকলে জন্মনিবন্ধন সনদের ফটোকপি, সব প্রকাশনার কপি, অভিজ্ঞতাসম্পর্কিত তথ্যছক ও প্রকাশনাসম্পর্কিত তথ্যছক।