মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের শিবালয় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ ইউপি সচিবদের আইসিটি, ই-নথি ব্যবস্থাপনা ও ওয়েব পোর্টাল হালনাগাদ বিষয়ক মৌলিক প্রশিক্ষণ আজ সোমবার ২২ মার্চ শিবালয় উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
মানিকগঞ্জ জেলা প্রশাসক এসএম ফেরদৌস প্রধান অতিথি ছিলেন।
শিবালয় ইউএনও বিএম রুহুল আমিন রিমনের সভাপতিত্ব ও সহকারী কমিশনার ভূমি ফারশিদ বিন এনামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজাউর রহমান খান জানু ও শিবালয় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ফিরোজ কবির প্রমুখ।
বক্তারা বলেন, বর্তমানে ডিজিটাল পদ্ধতিতে দেশ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। তথ্য আদান-প্রদান ও যোগাযোগ ব্যবস্থায় এসেছে আমুল পরিবর্তন।
অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক মুজিব শতবর্ষের অঙ্গীকার হিসেবে প্রধানমন্ত্রীর উপহার দ্বিতীয় পর্যায়ে ‘ক’ শ্রেণিভূক্ত ভূমিহীন ৪০ পরিবারের জন্য তেওতায় গৃহ নির্মাণ কার্যক্রমসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শনে সন্তোষ প্রকাশ করেন। এ সময় বিভিন্ন দপ্তরের প্রশাসনিক কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।