অনলাইন ডেস্ক : খুলনার রূপসা উপজেলায় আদনান বাবু (৮) নামের এক শিশুর পুঁতে রাখা মরদেহ উদ্ধার করা হয়েছে। স্বজনদের অভিযোগ শিশুটিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য প্রতিবেশী ছয়জনকে আটক করেছে পুলিশ।
গতকাল গভীর রাতে উপজেলার শ্রীফলতলা ইউনিয়নের বাদাল গ্রাম থেকে স্থানীয়দের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করে পুলিশ । আদনান ওই এলাকার মোহাম্মদ জাহাঙ্গীরের ছেলে।
এলাকাবাসী ও শিশুর স্বজনরা জানায়, আদনানকে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পরও তাকে না পাওয়ায় বিষয়টি থানায় জানানো হয়। পরে রাত ১টার দিকে বাড়ির ২০০ গজ দূরে মাটির নিচে পুঁতে রাখা মরদেহ দেখে পুলিশে খবর দেয় স্বজনরা।
পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। আদনানকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করে পুঁতে রাখা হয়েছে বলে জানান স্বজনরা।
রূপসা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন বলেন, শিশুটির মরদেহ রাত ১টার সময় মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় উদ্ধার করা হয়। তার শরীরে মারধরের চিহ্ন আছে। মরদেহটির খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।