গোলাপ খন্দকার, সাপাহার (নওগাঁ) থেকে: নওগাঁর সাপাহার উপজেলার খোট্টাপাড়া মোড়ে নিজের চাউল ভাঙ্গা মিলের ফিতার সাথে প্যাচ লেগে আইনুল ইসলাম (৪০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
জানা গেছে, প্রতিদিনের ন্যায় শুক্রবার বিকেল ৫ টায় আইনুল ইসলাম তার নিজের চাল ভাঙ্গা কলে চাল, গম, সরিষা ভাঙ্গার কাজ করার জন্য মেশিন চালু করেন এবং কাজের এক ফাঁকে সে ফিতার এক পাশ থেকে অপর পাশে যাওয়ার সময় ফিতার সাথে কাপড় প্যাচ লেগে যায়। ঘটনাস্থলেই আইনুল ইসলামের দুইটি হাত ও একটি পা বিচ্ছিন্ন হয়ে যায় এবং মাথায় আঘাত লাগে সেখানেই তার মৃত্যু হয়।
আইনুল ইসলাম উপজেলার বাদ কয়েন্দা গ্রামের মৃত ওজর আলীর ছেলে।
এই বিষয়ে সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমানের সাথে কথা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।