গোলাপ খন্দকার, সাপাহার (নওগাঁ) থেকে: নওগাঁর সাপাহারে জান্নাতুন (১২) নামের এক ৫ম শ্রেণির ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
গ্রামবাসী ও জনপ্রতিনিধি সূত্রে জানা গেছে, উপজেলার কোচকুড়িলিয়া পশ্চিম পাড়ার জাহিদুল ইসলামের মেয়ে জান্নাতুন। সে ওই গ্রামে ৬/৭ বছর ধরে নানার বাড়ীতে থেকে লেখাপড়া করতো। ঘটনার দিন বাড়ির দরজায় তালা লাগিয়ে তার নানা সাহেব আলী স্থানীয় দিঘী পাহারা দেওয়ার জন্য ও তার নানী গবাদি পশুর জন্য ঘাঁস কাটার জন্য মাঠে যায়। এসময় জান্নাতুন বাড়ীর পাশে খেলা করছিলো। পরে জান্নাতুন তার নানার কাছ থেকে বাড়ীর চাবি নিয়ে আসে।
পরবর্তী সময়ে তার নানা দুপুরে বাড়িতে এলে দরজায় ভিতর থেকে বন্ধ দেখতে পান। পরে দরজা ভেঙে ঘরে প্রবেশ করলে তালের তীরের সাথে ওড়না পেঁচিয়ে জান্নাতুনকে ঝুলতে দেখে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা দায়ের হয়নি। তবে সিনিয়র সহকারী পুলিশ সুপার (সাপাহার সার্কেল) বিনয় কুমার ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আল মাহমুদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।