স্টাফ রিপোর্টার : সিলেট নগর এলাকার পুলিশ ফাঁড়ি এবং থানাগুলোতে লাইট মেশিনগান পোস্ট (এলএমজি পোস্ট) বসানো হয়েছে। এজন্য বালু এবং মাটির বস্তা দিয়ে বাঙ্কার বানানো হয়েছে। পুলিশের সদস্যরা পালাক্রমে এই বাঙ্কারগুলো প্রতিনিয়ত পাহাড়া দিচ্ছেন।
সিলেট মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে এই বিশেষ নিরাপত্তা ব্যবস্থার উদ্যোগ নেওয়া হয়েছে। পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, থানা, ফাঁড়ি ছাড়াও পুলিশের বিভিন্ন স্থাপনায় একই ভাবে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিরাপত্তা ব্যবস্থা বহাল থাকবে।
জানা গেছে, সার্বিক ব্যবস্থা পর্যালোচনা করে সিলেট মেট্রোপলিটন পুলিশের সিনিয়র কর্মকর্তারা প্রতিটি থানা এবং ফাঁড়িতে এলএমজি পোস্ট বসানোর সিদ্ধান্ত নিয়েছেন। এর প্রেক্ষিতে গত মঙ্গলবার রাত থেকেই প্রতিটি থানা-ফাঁড়িতে পোস্ট বসানোর কাজ ইতোমধ্যেই শুরু করা হয়েছে। বৃহস্পতিবার থেকে চেকপোস্টের পাহারা শুরু হয়েছে।