অনলাইন ডেস্ক : ৫ই মে প্রথমবারের মতো ময়মনসিংহ সিটি করপোরেশন (এমসিসি) নির্বাচন অনুষ্ঠিত হবে। সোমাবার সংবাদ সম্মেলনে নির্বাচনের তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দিন আহমেদ।
তিনি বলেন, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৮ এপ্রিল। মনোনয়নপত্র যাচাই-বাছাই ১০ এপ্রিল এবং প্রার্থিতা প্রত্যাহারে শেষ দিন ১৭ এপ্রিল। এছাড়া এই সিটির সবক’টি কেন্দ্রে ইভিএমে ভোটগ্রহণ করা হবে বলেও জানান সচিব।
গত ১৫ই অক্টোবর ময়মনসিংহকে বাংলাদেশের দ্বাদশ সিটি করপোরেশন গঠনের গেজেট প্রকাশ করে সরকার। ময়মনসিংহ সিটির আয়তন ৯০ দশমিক ১৭৩ কিলোমিটার। ৩৩ সাধারণ ওয়ার্ড ও ১১টি সংরক্ষিত ওয়ার্ড নিয়ে এ সিটি গঠিত।