আন্তর্জাতিক ডেস্ক: জামালপুরে ৮৫ বছরের বৃদ্ধ মহির উদ্দিনের সঙ্গে ১১ বছরের শিশুর বিয়ের খবরে এবার চাঞ্চল্যকর তথ্য দিলেন তদন্ত কমিটি।
তারা জানায়, এ বিয়ের খবর একেবারেই সঠিক নয়।
বুধবার (২ ডিসেম্বর) হাইকোর্টের নির্দেশে গঠিত তদন্ত কমিটি তাদের প্রতিবেদনে এ তথ্য দিয়েছে বলে জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্লাহ আল মাহমুদ বাশার।
তাদের দেয়া প্রতিবেদনে আরও বলা হয়, বৃদ্ধের সঙ্গে যার বিয়ে হয়েছে তিনি একজন নারী। তার বয়স ১৮ বছরের বেশি। তাছাড়া ওই নারীর সঙ্গে বৃদ্ধের শারীরিক সম্পর্ক হয়। এর ফলে তিনি গর্ভধারণ করেন। এরপর বিষয়টি এলাকায় জানাজানি হলে দুই পক্ষের সম্মতিতে বিয়ে হয়েছে।
সেই প্রতিবেদনে আরও বলা হয়, গ্রাম্যসালিশে জোর করে বিয়ের অভিযোগের সত্যতা পায়নি তদন্ত কমিটি।
এদিকে গত ২০ নভেম্বর একটি জাতীয় দৈনিকে ৮৫ বছরের বৃদ্ধের সঙ্গে ১১ বছরের অপ্রাপ্ত কিশোরীর বিয়ে নিয়ে প্রতিবেদন ছাপা হয়। প্রতিবেদনটি আদালতের নজরে আনেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্লাহ আল মাহমুদ বাশার। পরে সেটি আমলে নিয়ে বিচারপতি এফআরএম নাজমুল আহাসান ও বিচারপতি শাহেদ নুর উদ্দিন হাইকোর্ট বেঞ্চ বিষয়টি তদন্ত করে রিপোর্ট দেয়ার নির্দেশ দেয় জামালপুরের জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টদের।