আন্তর্জাতিক ডেস্ক : শিক্ষা গ্রহণের আসলেই কোনো বয়স নেই। বয়স ৭০- ৮০ পেরোলেই যেখানে মানুষ মৃত্যুর জন্য প্রস্তুতি নেয়, সেখানে ৯৯ বছর বয়সী এক বৃদ্ধা বিদ্যালয়ে যেতে শুরু করেছেন। জীবনে নানা প্রতিবন্ধকতার কারণে না পারলেও বৃদ্ধ বয়সের অবসরে তিনি তার শিক্ষাগ্রহণের অদম্য ইচ্ছা পূরণ করার পথ পেয়েছেন যেন।
আর্জেন্টিনার রাজধানী বুয়েনস এইরেসের ৯৯ বছর বয়সী ওই বৃদ্ধার নাম ইউসেবিয়া লিওনর করদাল। খুব অল্প বয়সে তিনি মাকে হারিয়েছেন। এ ছাড়া আরও অনেক সমস্যার কারণে প্রাথমিক শিক্ষাও শেষ করতে পারেননি এই নারী। কিন্তু শিক্ষা গ্রহণের বাসনা তার বরাবরই ছিল। আর তাই এই বয়সে তিনি ভর্তি হয়েছেন বুয়েনস এইরেসের ল্যাপ্রিদায় বয়স্কদের জন্য প্রাথমিক বিদ্যালয়ে। প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার তিনি নিয়ম করে বিদ্যালয়ে যান। নতুন করে শিক্ষাজীবন শুরুর পর এক দিনও স্কুল কামাই করেননি।
ইউসেবিয়া বলেন, বৃদ্ধ হলে স্মৃতিশক্তি কমে যায়। বিদ্যালয়ে প্রথম যেদিন আসি, পড়তে-লিখতে যা শিখেছিলাম, দেখলাম সবই ভুলে গেছি। তিনি কম্পিউটার শিখবেন বলেও পরিকল্পনা করেছেন।